বাংলা৭১নিউজ,ঢাকা: আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার মাহফুজুর রহমান মিথুন (মিথুন মাহফুজ) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মিথুন মাহফুজ ভাই মারা গেছেন। আজ শনিবার তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে সকালে তাকে বারডেম হাসপাতালে আনা হয়। ইসিজির পর কর্তব্যরত চিকিৎসক সকাল প্রায় সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এখনো তার লাশ হাসপাতালেই রয়েছে।’
তিনি আরও বলেন, তবে তার কী অসুখ হয়েছিল সেটা এখনো ডাক্তার বলতে পারেননি। মিথুন ভাইয়ের ডায়াবেটিস ছিল। সেটা হয়তো বেড়ে গিয়েছিল, তাই স্ট্রোক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচবি