বাংলা৭১নিউজ,ঢাকা: জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট মাহফুজউল্লাহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আংশিক লাইফসাপোর্টে রয়েছেন।তিনি হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন।
মঙ্গলবার রাতে তাকে দেখতে স্কয়ার হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার রাত ৮টার দিকে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি সেখানে যান।
এ তথ্য জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।তিনি বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য জহিরউদ্দিন স্বপনসহ কয়েকজন নেতা সেখানে যান।তারা সাংবাদিক মাহফুজউল্লাহর পরিবারের সঙ্গে কথা বলেন।তার চিকিৎসার খোঁজ নেন।
মাহফুজউল্লাহর অসুস্থতার তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানও।
মাহফুজউল্লাহর সুস্থতা কামনায় দোয়া চেয়েছে তার পরিবার।
প্রসঙ্গত, সাংবাদিক মাহফুজউল্লাহ এদেশের একজন প্রথিতযশা সাংবাদিক। ছাত্রজীবনে বাম রাজনীতি করা মাহফুজউল্লাহ ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি সাংবাদিকতা ছাড়াও খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষকতায় নিয়োজিত আছেন।
বাংলা৭১নিউজ/এসক