সিদ্ধিরগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারকৃত নার্গিস আক্তার (৩৫) এর দুই সহযোগী সাগর (৪০) ও পাবেল (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল বাশার আজাদ রাজধানীর জুরাইন কদমতলী থানা এলাকা থেকে গত শনিবার মধ্যরাতে তাদের গ্রেফতার করে। এর আগে গত ২৪ মে নারগিস আক্তার, সাগর ও পাবেল তিন সাংবাদিক পরিচয়ে সিদ্ধিরগঞ্জ মিজমিজি টিসি রোড এলাকায় পাইকারি কসমেটিক ব্যবসায়ী আবু সাঈদ কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ ঘটনায় এলাকাবাসী পুলিশে খবর দিলে এসআই আবুল বাশার আজাদ ঘটনাস্থলে থেকে নার্গিস (৩৫) কে আটক করলেও তার সহযোগী সাগর ও পাবেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই ব্যবসায়ী আবু সাইদ বাদী হয়ে ২৫ মে সিদ্ধিরগঞ্জ থানায় তিন জনের বিরুদ্ধে চাদাঁবাজি মামলা দায়ের করেন। মামলার সূত্রধরে পুলিশ পলাতক ওই দু’জনকে গ্রেফতার করেন। নারগিস আক্তার, সাগর ও পাবেল ডিএমপি ঢাকা শ্যামপুর থানার ধোলাইপাড় এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান পিপিএম-বার বলেন, চাঁদাবাজি মামলার সূত্রধরে মোবাইল টেকনোলজির মাধ্যমে সাগর ও পাবেলকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মে সকালে ব্যবসায়ী আবু সাইদের বাড়িতে গিয়ে নকল কসমেটিক ব্যবসায়ী আখ্যায়িত করে ১ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে পুলিশ খবর দিয়ে গ্রেফতার করে ও সকল মালামাল জব্দ করবে বলে হুমকি দেয়। তখন বাদি তাদেরকে ৮৫ হাজার টাকা দিলে তারা চলে যায়।
এরপর গত ২৪ মে দুপুরে বাদীর বাড়িতে এসে ৫০ হাজার টাকা দাবি করে। তখন টাকা দিতে অস্বীকার করলে একই রকম হুমকি দেয়। তাদের হট্টগোল দেখে আশপাশের লোকজন জড়ো হলে সাগর মিয়া ও পাবেল দৌঁড়ে পালিয়ে যায়। কিন্তু নারগিস আক্তার পালাতে পারেননি। পরে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ গিয়ে নারগিসকে আটক করে থানায় নিয়ে যায়।
বাংলা৭১নিউজ/এসএম