ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক মাইনুল হাসান সোহেলকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৯ জানুয়ারি) রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।
সোহেল জানান, শুক্রবার (০৮ জানুয়ারি) রাতে রাজধানীর মৎস্য ভবন এলাকায় অপরিচিত কয়েকজন তার রিকশার গতিরোধ করে। পরে তাকে হত্যাসহ নানা হুমকি দেয়।
ঘটনার পর প্রাণভয়ে পার্শ্ববর্তী বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিটিভি কার্যালয়ে ঢুকে পড়েন তিনি। সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির পাশের রাস্তায় ঘটে এ ঘটনা।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। বিবৃতিতে তারা ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বানও জানান।
বাংলা৭১নিউজ/এএস