বাংলা৭১নিউজ, রংপুর প্রতিনিধি: জ্যেষ্ঠ সাংবাদিক তৈয়বুর রহমান স্বপন আর নেই। অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাইজিংবিডি ডটকমসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে কাজ করেছেন তৈয়বুর রহমান। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান মারুফুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে আনা হয়েছিল। তার কোমর থেকে নিচের অংশ দগ্ধ হয়েছিল।
তৈয়বুর রহমানের ছোট ভাই তাহমিদুর রহমান শাহীন জানান, তিন মাস আগে স্ট্রোকের পর তার ভাই বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। মঙ্গলবার দুপুরে গোসল করানোর পর চেয়ারে বসিয়ে নিচে মশার কয়েল জ্বালিয়ে রাখা হয়েছিল। সেই কয়েল থেকে আগুন ধরে দগ্ধ হন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর কাস্টমসে চাকরি করেছিলেন তৈয়বুর রহমান। পরে সাংবাদিকতায় চলে আসেন তিনি।
সাংবাদিকতা পেশায় তৈয়বুর রহমানের যাত্রা শুরু দৈনিক আজাদ পত্রিকায়। এরপর দৈনিক সংবাদ, প্রথম আলো, জনকণ্ঠ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক মানবকণ্ঠ, দৈনিক বর্তমানে কাজ করেছেন তিনি। সর্বশেষ তিনি রাইজিংবিডি ডটকমে কাজ করেন। পরে রংপুরে নিজ বাড়িতে পরিবারের কাছে চলে যান তিনি।
বাংলা৭১নিউজ/সিএইস