বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এনটিভির সাবেক জেলা প্রতিনিধি, আমার দেশ পত্রিকার সাবেক প্রতিনিধি আরিফ ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি শনিবার সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। আগামীকাল রবিবার দুপুর ১২টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আরিফ ইসলামের মরদেহে শ্রদ্ধাঞ্জলি জানাবো হবে এবং গোয়ালচামট খোদাবক্স রোড মসজিদে নামাজে জানাজা শেষে আলীপুর কবরস্থানে দাফন করা হবে। মৃত্যু কালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
আরিফ ইসলামের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন ফরিদপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নাজিম বকাউলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বাংলা৭১নিউজ/জেএস