সাংবাদিক আজহার মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান তিনি। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আজহার মাহমুদ লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন।
রোববার রাত সাড়ে ৮টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে আজহার মাহমুদের জানাজা অনুষ্ঠিত হবে। গ্রামের বাড়ি নেত্রকোনার মদনে তার মরদেহ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
সাংবাদিক আজহার মাহমুদ ক্যাম্পাসলাইভের প্রধান সম্পাদক ছিলেন। তিনি ভয়েস অব আমেরিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে দৈনিক বাংলা বাজার, দৈনিক মানবজমিন পত্রিকা, বৈশাখী টেলিভিশন ও বিটিভিতে কাজ করেছেন।
তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণও সম্পাদক ছিলেন।
এদিকে তার অকাল মৃত্যুতে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি ও ক্র্যাব পরিবার তাৎক্ষণিক এক শোকবার্তা জানিয়েছে। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশিদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা আজহার মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাংলা৭১নিউজ/এসএন