বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার শহরের ষ্টেশন রোডের স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলামের দোকান থেকে টাকা চুরি করে পালিয়েছে কর্মচারী। স্টুডিও প্যালেস নামের ওই দোকানে থাকা কর্মচারি মজিদুল হক প্রায় ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধায়। এ বিষয়ে বুধবার আদমদীঘি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু জানান, গত ডিসেম্বর মাসে তাঁর দোকানে কাজের লোক নিয়োগের জন্য পত্রিকায় বিঞ্জাপন দেন। বিঞ্জাপনের প্রেক্ষিতে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার দক্ষিন মকসেদপুর সরকার পাড়া গ্রামের সমসের আলির ছেলে মজিদুল হক নিয়োগের জন্য আবেদন করেন। তাাঁর আবেদনের প্রেক্ষিতে ওই মাস থেকে তাকে কর্মচারি হিসেবে দোকানের কাজে নিয়োগ দেওয়া হয়।
জামানত হিসেবে মজিদুল তার এস্সসি ও এইএসসি পাশের মুল সনদ জমা রাখেন। এরপর থেকে সে নিয়মিত দোকানে কাজ করছিলেন। গত রোববার রফিকুল ইসলাম তার ব্যাক্তিগত কাজে ঢাকা যান। এ সুযোগে সোমবার সন্ধায় মজিদুল দোকানে থাকা ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সে ফোন ধরেনি। আদমদীঘি থানার ওসি আবু সাইদ মো ঃ ওয়াহেদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস