বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক আগামীর প্রত্যাশার সম্পাদক মুরসিদ আহমেদ সিকদার লিটু ও তার ভাই ব্যবসায়ী খুরসিদ আহমেদ সিকদার মিঠুনের ওপর হামলার প্রতিবাদে বুধবার স্থানীয় চৌরাস্তায় বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালিত হয়।
এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে বক্তব্য রাখেন কাজী হাসান ফিরোজ, অধ্যক্ষ লিয়াকত হোসেন, মিজান-উর-রহমান, কাজী আমিনুল ইসলাম, কামরুল সিকদার, মুরসিদ আহমেদ সিকদার লিটু, খান মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ। উল্লে¬খ্য গত সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে রাস্তায় তাদেরকে দুবৃর্ত্তরা মারধর করে আহত করে। এ ঘটনায় মুরসিদ আহমেদ সিকদার লিটু বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৭।
বাংলা৭১নিউজ/জেএস