রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চুরির মামলা তদন্তে মিললো অবৈধ অস্ত্রের সন্ধান লভ্যাংশ ঘোষণার অনুমতি পেলো যমুনা ব্যাংক বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয়ভাবে উৎসাহিত করে পুরস্কার পাচ্ছেন যারা বিকাশে টেন মিনিট স্কুলের ফি পেমেন্টে ২০০ টাকা ক্যাশব্যাক দফায় দফায় কমছে সোনার দাম, এবার কমলো ৩১৫ টাকা নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল ও মাছের পোনাসহ আটক ৫১ সোমবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ১৫০০ কোটির মাইলফলক ছুঁলো পদ্মা সেতুর টোল আদায় বাংলাদেশকে ১৪৬ রানের টার্গেট দিলো ভারত শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে : স্পিকার প্রাথমিকের শূন্য পদে নিয়োগে পদক্ষেপ নিতে বলল সংসদীয় কমিটি নেত্রীর জন্য জান দেওয়া নয়, সিদ্ধান্ত মানার আহ্বান : দীপু মনি দাবদাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু, আমদানি নয় বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে টর্পেডো সদৃশ বস্তু এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ৯-১১ মের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় কেবল ব্যবসা করলে চলবে না : শিল্পমন্ত্রী আইনগত সহায়তা পাওয়া করুণা নয় : আইনমন্ত্রী কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা বিনামূল্যে ছাতা-খাবার স্যালাইন পাচ্ছেন ৩৫ হাজার রিকশাচালক

সাংবাদিকের ওপর হামলাকারী শনাক্তে কাজ হচ্ছে- আইজিপি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ১৩১ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

বাংলা৭১নিউজ, ঢাকা: স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের শনাক্ত করতে গোয়েন্দা (ডিবি) পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী।

আজ সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইজিপি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ঈদুল আজহার নিরাপত্তা, কোরবানির পশু পরিবহন ও সমসাময়িক বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আইজিপি বলেন, ‘আন্দোলনের সময় গুজব রটিয়ে উসকানি ছড়ানোর অভিযোগে কয়েকশ ফেসবুক আইডি শনাক্ত করা হয়েছে। ২১টি মামলা করা হয়েছে। ফেক আইডিগুলো বন্ধ করার জন্য বিটিআরসিকে অনুরোধ জানানো হয়েছে।’

গুজব রটনাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হলেও সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে সময় লাগছে কেন—এমন প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘পুলিশ একসঙ্গে সবকিছু করতে পারে, এমনটি নয়। ডিবি চিহ্নিত করার কাজ করছে।’

এসব ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে ডিবির একজন অতিরিক্ত কমিশনারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান আইজিপি। তিনি বলেন, ‘কমিটি তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের সঙ্গে হেলমেট পরে লাঠি ও রামদা হাতে কারা ছিল—এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘তারা কারা, আমরা জানি না। পুলিশ কাউকে ডাকেনি। কারো সাহায্য চায়নি। সাহায্য চাইলে পুলিশ জনগণের কাছে চাইবে। আর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে।’

এদিকে, ঈদুল আজহা সামনে রেখে মহাসড়কে যাতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে না পারে, সে জন্য কড়া নজরদারি থাকবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক।

জাবেদ পাটোয়ারী বলেন, ‘মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারাও রাস্তায় থাকবেন, তাঁরা নিয়মিত সড়ক পরিদর্শনে যাবেন।’

তবে মানুষকে সচেতন হতে হবে, রাস্তায় অপরিচিত কারো দেওয়া কোনো কিছু গ্রহণ করা যাবে না বলেন মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, ‘অজ্ঞান ও মলম’ পার্টির বিরুদ্ধে গত ঈদ থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছিল, যে কারণে কোনো অভিযোগ আসেনি।  সূত্র: এনটিভি অনলাইন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com