বাংলা৭১নিউজ, জাহেদুল হক, আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয়দের সাথে বৈষম্যমূলক আচরণ, নিয়োগ বাণিজ্য, অনিয়ম, স্বজনপ্রীতি, দুর্নীতিসহ বিভিন্ন অন্যায় অবিচারের প্রতিবাদে আগামী রোববারের শান্তিপূর্ণ মানববন্ধনকে অধিকতর সফল ও সার্থক করার লক্ষ্যে আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের সাথে জনতার মঞ্চ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের এ্যাপোলো হেলথ কেয়ারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এটির আয়োজন করে জনতার মঞ্চ নামের স্থানীয় একটি সংগঠন। এতে কেইপিজেড কর্তৃপক্ষের নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়মের দিক তুলে ধরেন জনতার মঞ্চ সমন্বয়ক এইচ এম হুমায়ুন কবির ও এম কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জনতার মঞ্চের বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি ওসমান গণি মনছুর,সরোয়ার কামাল জয়নাল,রেজাউল করিম,মোহাম্মদ ফারুক,ওবাইদুল হক মুন্না,মো.তারেকুল ইসলাম, রায়হানুল ইসলাম চৌধুরী সবুজ,কাজী আবদুল্লাহ ও মো.নঈম উদ্দিন।
বক্তারা বলেন, কেইপিজেড কর্তৃপক্ষের এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আহত শান্তিপূর্ণ মানববন্ধনে সাধারণ জনগণ ইতিমধ্যে ব্যাপক সাড়া দিয়েছে। কেইপিজেড কর্তৃপক্ষের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ ও তিন দফা আদায়ের লক্ষ্যে ২৫ ফেব্রুয়ারির আহত মানববন্ধনে এলাকার হাজার হাজার জনতার জমায়েত হবে। মানববন্ধনে দলমত নির্বিশেষে স্থানীয়দের সকলের উপস্থিতি এ আন্দোলনকে আরও বেগবান করবে বলে তারা আশা প্রকাশ করেন।
বাংলা৭১নিউজ/জেএস