দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে দ্বিতীয় দফায় সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার বেলা ১১টার দিকে এ সংলাপ হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে সাংবাদিকদের নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে৷
ইসির জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। দেশের নির্বাচনি ব্যবস্থার দায়িত্বভার গ্রহণের পর নিজেদের মধ্যে আনুষ্ঠানিক সভা না করেই সংলাপে বসে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
গত মাসে কমিশন সভার আগে দুই দফা সংলাপে বসে ইসি।
যারা নিমন্ত্রণ পেয়েছেন:
ইসির নিমন্ত্রণ পাওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন এনটিভির বার্তাপ্রধান জহিরুল আলম, এটিএন বাংলার হেড অব নিউজ জ. ই মামুন, এটিএন নিউজের হেড অফ নিউজ মুন্নী সাহা, চ্যানেল আইয়ের হেড অফ নিউজ ও পরিচালক শাইখ সিরাজ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান, একুশে টিভির সিইও রাশেদ চৌধুরী, বাংলাভিশনের হেড অফ নিউজ ড. আব্দুল হাই সিদ্দিক, মাই টিভির হেড অফ নিউজ শেখ নাজমুল হক সৈকত, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, ইনডিপেনডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর আশিষ সৈকত, মাছরাঙ্গা টেলিভিশনের হেড অফ নিউজ রেজানুল হক রাজা, একাত্তর টিভির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, দেশ টিভির চিফ নিউজ এডিটর বোরহানুল হক সম্রাট, এশিয়ান টিভির হেড অফ নিউজ মানস ঘোষ।
এ ছাড়াও নিমন্ত্রণপত্র পেয়েছেন যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ, চ্যানেল নাইনের চেয়ারম্যান ও এমডি এনায়েতুর রহমান, নিউজ টোয়েন্টিফোরের চিফ নিউজ এডিটর রাহুল রাহা, ডিবিসি নিউজের সিইও মঞ্জুরুল ইসলাম, বৈশাখী টিভির হেড অফ নিউজ অশোক চৌধুরী, বাংলা ট্রিবিউনের বার্তাপ্রধান মাসুদ কামাল, গ্লোবাল টিভির জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
গত ৬ এপ্রিল প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসেছিল ইসি। সেসময় ২৩ সম্পাদকসহ ৩৪ সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। ২৩ সাংবাদিক সেসময় এ ডাকে সাড়া দিয়েছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ