বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুকের উপর সন্ত্রাসী হামলাসহ দেশে সাংবাদিকদের খুন, গুম ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় রাজশাহী নগর ভবনের পশ্চিম সড়কে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য বদরুল হাসান লিটন, শরিফ সুমন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান সাইফুর রহমান রকি, সিনিয়র সদস্য জাবেদ অপু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, রাজশাহী ফটোসাংবাদিক এ্যাসেসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমূখ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব রাশেদ রিপনের সঞ্চালনায় এসময় বক্তারা সাংবাদিকদের সকল হামলা, মামলা, হত্যা, খুন-গুমের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা আজ কোথাও নিরাপদ নয়।
ঘরে কিংবা বাহিরে-কর্মক্ষেত্রে সাংবাদিকদের উপর নির্যাতন বেড়ে গেছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের কোথাও না কোথাও প্রতিনিয়ত সাংবাদিকরা লঞ্চিত হচ্ছে।
সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিকের সভাপতি ওমর ফারুকের উপর যেখানে হামলা হয় তাহলে আর কি বাকি থাকে। এতেই বোঝা যায় সাংবাদিকতার কঠিন সময় যাচ্ছে। তাই আগামীতে সাংবাদিকতায় টিকে থাকা ও নিজেদের প্রাণ বাঁচাতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলতে হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ