পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানায় ডিআরইউ।
বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। একই সঙ্গে তারা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বাংলা৭১নিউজ/এসএন