কিছুদিন আগে জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্লাটফর্ম টুইটারকে ‘এক্স’ নামে রিব্র্যান্ডিং করেন মাস্ক। গত বছর টুইটার কিনে নেওয়ার পর এর নাম পাল্টে এক্স করেন তিনি। সম্প্রতি সাংবাদিকদের সরাসরি সংবাদ ‘এক্স’ প্লাটফর্মে প্রকাশের জন্য আহ্বান জানিয়েছেন ইলন মাস্ক।
টেসলার প্রধান নির্বাহী জানান, সাংবাদিকরা সরাসরি এক্সে সংবাদ প্রকাশ করলে বেশি আয় করতে পারবেন। সঙ্গে লেখার স্বাধীনতার প্রতিশ্রুতি দেন এ উদ্যোক্তা। মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে নিজের মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমে ইলন তার টুইটে জানান, লেখার স্বাধীনতা ও বেশি অর্থ উপার্জন করতে চান- আপনি যদি এমন সাংবাদিক হন তবে সরাসরি এ প্লাটফর্মে (এক্স) সংবাদ প্রকাশ করুন।
এর আগে মাস্ক তার এক পরিকল্পনায় জানান, এই প্ল্যাটফর্মে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বা নিবন্ধ পড়ার জন্য ব্যবহারকারীদের অর্থ গুনতে হবে। প্রতিবেদন বা নিবন্ধ পড়তে এই মাধ্যমের ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ তারা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে দেবেন। তবে এখন অব্দি এক্সের এরকম কোনো নীতিমালা দেখা যায়নি।
উল্লেখ্য, এক্স বর্তমানে ফ্রান্সে কপিরাইটের মামলার মুখে পড়েছে। সোস্যাল মিডিয়া প্লাটফর্মের সঙ্গে আয় ভাগাভাগি নিয়ে বার্তা সংস্থা এএফপির সঙ্গে এই মামলা চলমান রয়েছে।
সূত্র : এনডিটিভি