বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি সোবাহান (৪৮) নিহত হয়েছে। সে সাঁথিয়া উপজেলার করমজা সরদার পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকের ১১টি মামলা রয়েছে। শনিবার (২০ জুন) দিবাগত রাত আড়াইটার সময় পাড় করমজা কবরস্থান এলাকায় এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, শনিবার (২০ জুন) দিবাগত রাতে সাঁথিয়া থানা পুলিশ গোপন সংবাদে জানতে পারে মাদকের একটি বড় চালান পাড় করমজা থেকে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সাথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের অভিযানে বের হন। তারা সাঁথিয়া উপজেলার পাড় করমজা কবরস্থান এলাকায় পৌঁছামাত্র মাদক কারবারিরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়। একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সোবাহানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাতেই বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (২১ জুন) সকাল ৬টার সময় সে মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ গ্রাম হেরোইন, একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
বাংলা৭১নিউজ/এমএস