বাংলা৭১নিউজ,ঢাকা: দেশে এখন বইছে মৃদু শৈত্য প্রবাহ। গতকাল থেকেই এ অবস্থা শুরু হয়েছে। আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা কমবে। এরপরই অবস্থার উন্নতি হবে। সকালে এ সব তথ্য জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশার চাদরে জবুথবু অবস্থা উত্তরাঞ্চলে। কিছু জেলায় সুর্যের আলো দেখা গেলেও তেজ না থাকায় বিপাকে ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।
শীতে নাজেহাল দেশের উত্তরাঞ্চল। ধীরে ধীরে কমছে তাপমাত্রা। সাথে আছে কনকনে হিমেল হাওয়া। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ।
গত কয়েকদিন এমনই আবহাওয়া বিরাজ করছে কুড়িগ্রামে। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়িয়েছে ঝিরঝিরে বৃষ্টি। দিনাজপুর গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রী রেকর্ড করা হয়েছে। তখন তাপমাত্র ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে আসতে পারে। ঠাণ্ডার তীব্রতা বেড়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা মৌলভীবাজারেও।
মাসের শেষদিকে এক থেকে দুইটি শৈত প্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বাংলা৭১নিউজ/এফআর