বুধবার, ০১ মে ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যশোরে মরুর উত্তাপ, দেশের সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড ‘প্রবাসীদের সমস্যা আমার জানা, সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে’ দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত ২০ মে থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ৩৯ হাজার বই দিলো বিকাশ ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত বৃক্ষরোপণে ন্যাশনাল গাইডলাইন্স প্রণয়নের নির্দেশ পরিবেশমন্ত্রীর বৃষ্টিতে সিলেটে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫০৭৬০ সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হোক মে দিবসের অঙ্গীকার দাবদাহে দ্বিগুণ সেচ খরচে দিশেহারা চাষিরা রেলওয়ের উন্নয়নে সহযোগিতা করতে চায় রাশিয়া ১৫ শতাংশ শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে ৩৬ বছরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড মুন্সিগঞ্জে হিট স্ট্রোকে দুজনের মৃত্যু বন্যা আতঙ্কে দ্রুত ধান কাটছেন হাওরের কৃষকরা ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে ঢাকায় সড়ক নির্মাণ ভরিতে আরও ৪২০ টাকা কমলো সোনার দাম পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

সর্বত্রই নিপীড়িত নারী শ্রমিক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ৮০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: নারীর ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৬৪তম, আর দক্ষিণ এশিয়াতে প্রথম। গত কয়েক দশকে রক্ষণশীলতার আর্গল ভেঙে অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বিস্ময়করভাবে বেড়েছে।

দেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে পোশাক খাতে। এ খাতের ৮০ শতাংশ শ্রমিকই নারী। এ ছাড়া প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নারীর অংশগ্রহণ দেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল রাখছে। প্রবাসে থাকা সাত লাখ নারী শ্রমিকের পাঠানো রেমিটেন্স গ্রামীণ অর্থনীতিকে রাখছে সচল। তবে নারীরা এখনো সর্বক্ষেত্রেই নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন।

বিশ্লেষকরা বলছেন, কর্মক্ষেত্রে পুরুষ সহকর্মীদের পুরুষতান্ত্রিক মানসিকতা, যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ না পাওয়া মজুরি বৈষম্য ও যৌন নিপীড়ন নারী শ্রমিকদের কাজের প্রধান অন্তরায়। বাংলাদেশে সবচেয়ে বেশি নারী শ্রমিক রয়েছেন পোশাক খাতে। এ শিল্পে এখন ৮০ শতাংশ শ্রমিকই নারী। তবে প্রায় ৭৫ শতাংশ নারীই হেলপার কিংবা অপারেটর গ্রেডে চাকরি করেন। সুপারভাইজার, ফ্লোর ইনচার্জ অথবা ব্যবস্থাপনা পর্যায়ে চাকরীজীবী নারী শ্রমিকের সংখ্যা ৫ শতাংশের বেশি নয়। বেশিরভাগ নারী শ্রমিককে কম মজুরি  দেওয়া হয়। এ ছাড়া টার্গেটের কথা বলে অতিরিক্ত সময় কাজ করানো হয়। টার্গেট পূরণ না হলে অতিরিক্ত সময় কাজ করার জন্য ওভারটাইম ভাতা প্রদান না করা, শ্রম আইনে নিষেধ থাকা সত্ত্বেও রাত ১০টার পর নারী শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়। মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রেও রয়েছে নানা অনিয়ম। অনেক ক্ষেত্রে দেখা যায়, গর্ভবতী নারী শ্রমিক চাকরিও হারান।

সম্প্রতি ‘এস্টেট অব রাইটস ইমপ্লিমেন্টেশন অব উইমেন রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স’ শিরোনামের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, তৈরি পোশাক কারখানায় কর্মরত নারী শ্রমিকদের শতকরা প্রায় ১৩ ভাগ যৌন হয়রানির শিকার। শারীরিক নির্যাতনের শিকার ২০ ভাগ। মানসিক নির্যাতনের শিকার ৭১ ভাগেরও বেশি।

বর্তমানে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও প্যাথলজিক্যাল সেন্টারে উল্লেখযোগ্যসংখ্যক নারী কাজ করছেন। শ্রম আইনের ৫নং ধারায় নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার কথা উল্লেখ থাকলেও এ খাতের ৯০ শতাংশের বেশি প্রতিষ্ঠানে নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া হয় না। আর অধিকাংশ শ্রমিকের প্রারম্ভিক মজুরি সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা।

বর্তমানে প্রায় সাত লাখ নারী শ্রমিক সৌদি আরব, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ওমান, মরিশাস, কুয়েত, মালয়েশিয়া, বাহরাইন, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে কাজ করছেন। সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে অধিক অর্থ উপার্জনের আশায় তারা বিদেশে যাচ্ছেন ঠিকই কিন্তু অনেকেই যৌন নির্যাতনসহ নানা রকম নির্যাতনের শিকার হচ্ছেন। ধর্ষণসহ নানা যৌন সহিংসতায় শিকার হয়ে অনেকে নিঃস্ব হয়ে ফিরছেন দেশে। অথচ অভিবাসী নারী শ্রমিকরা পুরুষদের চাইতে কম উপার্জন করলেও তারা তাদের আয়ের ৯০ শতাংশ টাকাই দেশে পাঠিয়ে দেন। যেখানে পুরুষ শ্রমিকরা পাঠান মাত্র ৫০ শতাংশ।

বাংলা৭১নিউজ/জেড এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com