বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে হবে চেতনানাশক খাইয়ে সাতজনকে হত্যা করেন জাহাজের লস্কর: র‌্যাব চিকিৎসকদের আরও বেশি মানবিক হতে হবে: ডা. শফিকুর রহমান কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা কাকরাইল চার্চে দেশ-জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় প্রার্থনা রূপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সভা কোনাবাড়িতে ৩ বাড়ির ৫৭ কক্ষে আগুন সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার: আসিফ মাহমুদ জাহাজে সাত খুন: বাগেরহাট থেকে ইরফান গ্রেফতার মোজাম্বিকে তিন শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট শুভ বড়দিন আজ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন

সরিষাবাড়ীতে মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ভোলা শেখ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ১০ জন।

শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর নলসন্ধ্যা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভোলা শেখ পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের কাজল গ্রামের হারুনর রশিদের ছেলে। এ ঘটনায় রুবেল (২৬) নামে একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি তার পরিবারের। নিখোঁজ রুবেল পিংনা ইউনিয়নের নলসন্দা গ্রামের আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৩১ জানুয়ারি পিংনা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী নুরুল ইসলাম (ফুটবল) ও প্রতিদ্বন্দ্বী সুজাত আলী সুরুর (মোরগ) লোকজনের মধ্যে বিরোধ চলছিল। শনিবার বেলা ১১টার দিকে পশ্চিম নলসন্ধ্যা চরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলামের সমর্থক ভোলা শেখ মারা যান।

এছাড়া আহত হন হালিম, আব্দুল হাই মেম্বার, শুক্কুর আলী, টুটুলসহ অন্তত আরও ১০ জন।

ইউপি সদস্য প্রার্থী নুরুল ইসলাম বলেন, প্রতিদ্বন্দ্বী সুজাত আলী সুরুর লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে ভোলা শেখ নিহত ও আরও ৮-১০ সমর্থক আহত হন।

নিহতের স্ত্রী লাইলি বেগম বলেন, সকালে নুরুল ইসলামের সমর্থকরা ভোট চাইতে বের হন। এসময় প্রতিপক্ষের লোকজন রুবেল ও হালিমকে ধরে নিয়ে যায়। তাদের উদ্ধারে গেলে ধারালো দা দিয়ে এলোপাথারি কুপিয়ে তার স্বামীকে হত্যা করা হয়।

এ বিষয়ে সুজাত আলী সুরুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল লতিফ জানান, মরদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

বাংলা৭১নিউজ/পিকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com