মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার ‘ভাইদের কোনো লাইসেন্স ছিল প্রমাণ দিতে পারলে শাস্তি মেনে নেব’ ভূতের গলিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল ‘আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ ভিসানী‌তির অধীনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র কুড়িগ্রামে জাল ভোট দিতে গিয়ে আটক ১, ১৫ দিনের সাজা রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের গোটা বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী শরীয়তপুরে চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের হামলায় ১০ সাংবাদিক আহত

সরকার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য: মির্জা ফখরুল

বাংলা৭১নিউজ,ঢাকা
  • আপলোড সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৬ বার পড়া হয়েছে

সরকার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এখন বাস্তবতা হচ্ছে- বর্তমান ভয়াবহ ফ্যাসিবাদী সরকার সব কিছুকে দুমড়ে-মুচড়ে ধ্বংস করে দিচ্ছে। তাদের প্রতিহত, পরাজিত করাই আমাদের একমাত্র লক্ষ্য।’

শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নজরুলের রাজনীতি-বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক এই সভা হয়।

কাজী নজরুল ইসলামকে উপেক্ষা করা হচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, বইয়ে তার কবিতা থাকে না। চ্যানেলে নজরুলের গান খুবই কম। পত্রপত্রিকায় নজরুলের জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে যে ক্রোড়পত্র বের করে সেটাও আজকাল খুব কম হয় বলে দেখি না। এটা চরম সংকীর্ণতা।’

তিনি আরও বলেন, ‘যখন ভোলাতে নূরে আলমকে গুলি করে হত্যা করা হয়, যখন ইলিয়াস আলীকে গুম করা হয়, অথবা সব নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন করা হয়, যখন খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়, তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়, তখন কাজী নজরুলকে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয়। তাকে অনুসরণ করতে ইচ্ছা হয়।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ মুজিবুর রহমান কাজী নজরুলকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন, কিন্তু তাকে নাগরিকত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান বুঝেছিলেন তার গান, চিন্তা, দর্শন ও সুর দেশের মাটি থেকে উৎসারিত হয়।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি আবদুল হাই শিকদার। তিনি বলেন, ‘এই সরকার সম্পূর্ণরূপে গণবিরোধী। এই সরকারের আমলে আমাদের নজরুল চর্চার সব দরজা বন্ধ হয়ে গেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে নজরুল নাই। এমনভাবে সিলেবাস করা যে কেউ নজরুলকে টাচ না করেও প্রথম হতে পারে।’

এতে মূল প্রবন্ধ পাঠ করেন মাহবুব হাসান। কবিতা আবৃত্তি করেন কামাল বিনা ও শাহনাজ পারভীন। ফাউন্ডেশনের মহাসচিব হুমায়ুন কবির ব্যাপারীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন- নাট্যকার বাবুল আহমেদ, জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইফতেখার আলম মাসুদ, ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান প্রমুখ।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com