বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সরকার গণগ্রেপ্তার শুরু করেছে : রিজভী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৯৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বিশেষ অভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সরকার দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের গণগ্রেপ্তার শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অভিযানের সময় বিএনপি নেতাদের বাড়িতে গিয়ে আইনপ্রয়োগকারী সংস্থার লোকজন স্বজনদের সঙ্গে খারাপ ব‌্যবহার করছে বলেও তিনি অভিযোগ করেন।

আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রিজভী অভিযোগ করেন, ‘বিশেষ অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে পুলিশ ও ডিবি পুলিশ ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। বাড়িতে নেতাকর্মীদের না পেলে তাদের পরিবারের সদস্যদের লাঞ্ছিত করা হচ্ছে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে দলটির নেতা মো. শামসুদ্দিন বকুল এবং মো. হারুন মিয়াকে মতিঝিল থানা পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন রিজভী।

সংবাদ সম্মেলনে শিল্প নগরী টঙ্গী এলাকায় ২০ দলীয় জোটের ১৫ নেতাকর্মীসহ সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের চিত্র তুলে ধরেন দলটির এই মুখপাত্র।

তিনি জানান, ‘গত দুইদিনে জামালপুরে বিশেষ অভিযানের নামে ১৮৯ জন, সাতক্ষীরায় ৪১, ঝিনাইদহ ও মেহেরপুরে শতাধিক, বাগেরহাটে ৩৯ জন, মেহেরপুরে ২০০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইভাবে ঢাকা জেলা, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, চুয়াডাঙ্গা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশী অভিযানের নামে ব্যাপক ধরপাকড় ও হয়রানী নির্যাতন অব্যাহত রয়েছে।’

ভোটের জন‌্য হেফাজতের সঙ্গে সখ‌্য

রিজভী বলেন, ‘সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গিয়ে চোরাবালির মধ্যে ডুবে যাচ্ছে, যার কারণে এখন বকধার্মিক সাজছে। সরকার হেফাজতের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে চাচ্ছে শুধু ভোটের জন্য। অতীতেও বর্তমান সরকারপ্রধান ধর্মীয় লেবাস পরিধান করে জনগণকে ধোকা দিয়েছেন। ভোট শেষ হওয়ার পরে লেবাস খুলে স্বমূর্তি ধারণ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের এই দ্বিচারিমূলক রাজনীতি যাতে কেউ ধরতে না পারে সেজন্য দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জুলুমের অভিযান চলছে।

ভারতের সঙ্গে করা চুক্তি নিয়ে যাতে আলোচনা না হয় সেজন‌্য বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বন‌্যার পানিতে হাওর অঞ্চলের ভুক্তভোগী কৃষকদের জন‌্য সরকার কোনো উদ্যোগ গ্রহণ করছেনা অভিযোগ করে রিজভী বলেন, ‘হাওর এলাকায় সরকারের সার্বিক ব্যর্থতা ঢাকতেই দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে।’

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com