বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন কর্মকা- এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ফরিদ হোসেন, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক এম এ হাকিম, ইব্রাহিম আলী মোনাল, অলোক বোস, আবু বাসার আখন্দ, শফিকুল ইসলাম শফিক, মোখলেছুর রহমান, রূপক আইচ প্রমুখ।
সভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাফল্য তুলে ধরার পাশপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে আলোচনা করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস