বাংলা৭১নিউজ, ঢাকা:
বর্তমান সরকারের মেয়াদেই ভারতের সঙ্গে তিস্তা চুক্তি সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার রাজধানীর মহাখালীতে সেতুভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে। ভারত এ ব্যাপারে অনড় রয়েছে। আমরাও আশাবাদী।
তিনি আরও বলেন, ফেনী নদীতে একটি সেতু নির্মাণ করা হবে। এ বিষয়ে আলোচনার জন্য ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী ৮ জুলাই ঢাকা আসছেন।
বাংলা৭১নিউজ/জেএস