রবিবার, ১৯ মে ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

সরকারি রাস্তা দখল করে মার্কেট নির্মাণ আ.লীগ নেতার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরায় সরকারি রাস্তা দখল করে মার্কেট নির্মাণ করেছেন এক আওয়ামী লীগ নেতা। তালা উপজেলা সদরের খানপুর নতুন বাজার এলাকায় রাস্তা দখল করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বারিক সরদার এই কাজ করেছেন। সরকারি রাস্তার অর্ধেক দখল করে ১২টি দোকানঘর নির্মাণের মাধ্যমে গড়ে তুলেছেন মার্কেট।

এদিকে সরকারি রাস্তা দখল করে মার্কেট নির্মাণ করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তারা জানান, গুরুত্বপূর্ণ এ রাস্তার অর্ধেক দখল করে মার্কেট বানিয়ে দোকান ভাড়া দিয়েছেন বারিক সরদার। এতে যাতায়াতের অসুবিধা হলেও কারো কিছুই বলার সাহস নেই।

জানা গেছে খানপুর কমিউনিটি ক্লিনিকের সামনে তিন রাস্তার মোড়ের পশ্চিম পাশে প্রথমে ৮টি পাকা দোকান নির্মাণ করেন বারিক সরদার। পরে মাঝিয়াড়া বাজার অভিমুখী রাস্তার পাশে আরও দুইটি পাকা দোকানসহ ১২টি দোকান নির্মাণ করে ভাড়া দেন। সেখানে সেলুন, মুদি, কাঁচামাল ও চায়ের দোকান দেয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, চায়ের দোকানগুলোতে রাতদিন সিনেমা ও অশ্লীল ছবি দেখানো হয়। আশপাশের উঠতি বয়সী ছেলেরা স্কুল ফাঁকি দিয়ে আড্ডা দেয় সেখানে। তবে এ নিয়ে এলাকার কেউ ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।

সিদ্দিক শেখ নামে এক পথচারী বলেন, বহু বছর ধরে এই রাস্তা দিয়ে চলাচল করছি। এখন সেই রাস্তা দখল হয়ে গেছে। এতে চলাচলে অসুবিধা হলেও এলাকার কোনো মানুষ প্রতিবাদ করেন না।

এদিকে অভিযোগ অস্বীকার করে মার্কেট মালিক ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারিক সরদার বলেন, রাস্তা দখল করে নয়, পৈত্রিক জমির ওপর দোকান ঘর নির্মাণ করেছি। বর্তমানে রাস্তা হিসেবে ব্যবহৃত জমি আমার নিজস্ব সম্পত্তি।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, সরকারি রাস্তা দখল করে কেউ দোকান বা মার্কেট নির্মাণ করলে তা অবশ্যই উচ্ছেদ করা হবে।

তিনি আরও বলেন, এভাবে কেউ সরকারি রাস্তার ওপর দোকান/মার্কেট বানালে সে দুইভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রথমত, তার দোকান নির্মাণ বাবদ যে টাকা খরচ হয়েছে তা নষ্ট হবে। দ্বিতীয়ত, তাকে জেল বা জরিমানার আওতায় আসতে হবে।

বাংলা৭১নিউজ/জেডএ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com