রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী ১৭ মে উদযাপিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ‌্য সংঘ দিবস ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন ৯ মাসে শতাধিক অটোরিকশা ছিনতাই করে চক্রটি প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে : শিক্ষামন্ত্রী বহিরাগত কেউ ময়লার গাড়ি চালালেই কঠোর ব্যবস্থা: ডিএনসিসি ফালুর অবৈধ সম্পদের মামলায় রেকর্ডিং অফিসারের সাক্ষ্য ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় অ্যাম্বাসেডর কারিনা উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

সরকারি ব্যাংকের মূলধন ঘাটতি পূরণে ফের রাখা হচ্ছে বরাদ্দ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৫৯ বার পড়া হয়েছে

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি ব্যাংকের মূলধন ঘাটতি পূরণে ২০১২-১৩ থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয় করেছে সরকার। চলতি অর্থবছরের জন্যও সরকারি ব্যাংকের মূলধন ঘাটতি মেটাতে অর্থ বিভাগের কাছে এক হাজার ৫০০ কোটি টাকা চেয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। চাহিদা অনুযায়ী অর্থ পেলে মূলধন ঘাটতি মেটাতে অর্থ ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়াবে সাড়ে ১৩ হাজার কোটি টাকা। আর এ অর্থের পুরোটাই জনগণের করের টাকা।

অর্থনীতিবিদরা এভাবে বরাদ্দ রাখার বিষয়ে বিরোধিতা করলেও সরকার কানে তুলছে না। এ বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘সরকারি ব্যাংকে সুশাসনের ঘাটতি আছে। ব্যাংকগুলো দুর্বল হচ্ছে খারাপ ঋণগ্রহীতার কারণে। ঋণ নিয়ে তারা ফেরত দেয় না। ব্যাংকগুলোর মামলা ঝুলছে বছরের পর বছর। এগুলোর ফয়সালা না করে ব্যাংক বাঁচাতে সরকার জনগণের করের টাকায় দায় মেটাচ্ছে। এতে সুশাসনের ঘাটতি আরো বাড়ে। সরকারকে বিকল্প পথ খুঁজতে হবে।’

অর্থনীতিবিদরা যা-ই বলুন, এই প্রথা আগামী অর্থবছরও চালু রাখবে সরকার। আগামী অর্থবছরে সরকারি ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মেটাতেও দেড় হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে।

২০০৯-১০ অর্থবছর থেকে প্রতি অর্থবছরে কিছু না কিছু বরাদ্দ রাখা হচ্ছে সরকারি ব্যাংকের মূলধন ঘাটতি মেটাতে। তবে বেশির ভাগ সময় প্রয়োজন পড়েছে আরো বেশি। সরকারি বাজেট ডকুমেন্ট ও অর্থ বিভাগের তথ্যে দেখা যায়, ২০০৯-১০ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে পুনর্মূলধন খাতে এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। এর পরের অর্থবছর ২০১০-১১ অর্থবছরে দেওয়া হয় এক হাজার ৫০ কোটি টাকা। একইভাবে ২০১১-১২ অর্থবছরে দেওয়া হয় ৭০০ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরে দেওয়া হয় ৪২০ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছর পাঁচ হাজার ৬৮ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছর দুই হাজার ৬১৭ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছর এক হাজার ৮০০ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছর দুই হাজার কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছর এ খাতে বরাদ্দ রাখা হয় দুই হাজার কোটি টাকা। আর চলতি অর্থবছর এ খাতে বরাদ্দ রাখা আছে দেড় হাজার কোটি টাকা।

তবে চলতি অর্থবছর মূলধন পুনর্ভরণ খাতে না রেখে অর্থ বিভাগ ‘আবর্তক স্থানান্তর, যা অন্যত্র শ্রেণিবদ্ধ নয়’ খাতে বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থবছরও একই খাতে অর্থ বরাদ্দ রাখা হচ্ছে।

অর্থ বিভাগের তথ্য মতে, ২০১২-১৩ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত সময়ে মূলধন পুনর্ভরণ, সুদ ও ভর্তুকিসহ নানা উপায়ে সরকার ব্যাংকগুলোকে ১২ হাজার ৪৭২ কোটি ৮৭ লাখ টাকা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে বেসিক ব্যাংককে। ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে বেসিক ব্যাংককে দেওয়া হয়েছে তিন হাজার ৩৯০ কোটি টাকা। এর পরই রয়েছে সোনালী ব্যাংকের স্থান। ব্যাংকটিকে ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ এই চার অর্থবছরে দেওয়া হয়েছে তিন হাজার ৪০৫ কোটি টাকা।

বাংলা৭১নিউজ/এম.এ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com