বাংলা৭১নিউজ,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে বারবার গণজমায়েত থেকে দুরে থাকার কথা বলা হলেও, সরকারি নির্দেশনা অমান্য করে গোদাগাড়ী হাটপাড়ায় হাট বসেছিল।
জানা যায়, সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার উপজেলার হাটপাড়া বাজারে জমজমাট ভাবে এই হাট বসে থাকে। করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা জুড়েই গণজমায়েত হয় এমন ধরনের হাট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। কিন্তু সরকারী নির্দেশনা অমান্য করে হাটপাড়া বাজারে সকল ধরনের হাট চলমান থাকায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার পুলিশকে সাথে নিয় তা বন্ধ করে দিয়েছেন।
গত সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলার সকল হাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। সরকারের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত গণজমায়েত হয় এরকম হাট বন্ধ থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌর মেয়র মুনিরুল ইসলাম বাবু বলেন, হাট বন্ধ থাকার পরেও বসে গেছে । আমরা মসজিদে মসজিদে মাইকিং করে হাট বন্ধ করে দিয়েছি।
উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকার বলেন, হাটপাড়া হাটে গণজমায়েতের কথা শুনে আমি সেখানে পুলিশ পাঠিয়েছি। তাৎক্ষনিক হাট বন্ধ করে দেয়া হয়েছে। তবে আমরা সবাইকে সচেতন করেছি এবং গণজমায়েত কমিয়েছি।
বাংলা৭১নিউজ/এসএম