মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের শিল্পোন্নয়নে বিটাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: শিল্পমন্ত্রী উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে: ওবায়দুল কাদের এডিসের লার্ভা পাওয়ায় ৯ বাড়িওয়ালাকে দেড় লাখ টাকা জরিমানা শেরপুরে আগ্রাসী ব্রহ্মপুত্র, ভাঙনে দিশেহারা নদীতীরের মানুষ দুই ঘণ্টার কোটা আন্দোলনে স্থবির ঢাকা বাংলাদেশ-ইইউর ৩ মি‌লিয়ন ইউরোর ঋণ সহায়তা চু‌ক্তি স্বাক্ষর কুমিল্লা আদালতে মামুনুল হক-খালেদ সাইফুল্লাহ প্রতিমন্ত্রী সিমিনের সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ বিকাশ অ্যাপে প্রথমবার বিল পরিশোধে ৯০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন জরিমানা পরিশোধ করলেই গাড়ির কাগজ পৌঁছে যাবে ডাক বিভাগে গুলিস্তানের জিরো পয়েন্টে জবি শিক্ষার্থীদের অবরোধ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী কোটা সংস্কার নিয়ে আ স ম রবের পাঁচ দফা একযোগে র‌্যাবের চার ব্যাটালিয়নসহ পাঁচ পরিচালককে বদলি কোটাবিরোধী আন্দোলনে বিএনপির ইন্ধন নেই, সমর্থন আছে: ফখরুল চুপিসারে ফেরেশতাদের কথা শুনে যা করতো জিনেরা ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় মামলা, আওয়ামী লীগ নেতা আটক বেনজীরের গুলশানের ৪টি ফ্ল্যাট পরিদর্শনে দুদক টিম সায়েন্সল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, যানচলাচল বন্ধ পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক শেষে যা জানা গেলো

সম্পাদক ও রিপোর্টারের বিরুদ্ধে কোটি টাকার মামলা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ১৩৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি: দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকার রিপোর্টার রঘুনাথ খাঁ ও সম্পাদক মোহিত কুমার নাথের বিরুদ্ধে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ২য় আদালতে কোটি টাকার মানি মোকদ্দমা দায়ের করেছেন বিশিস্ট ব্যবসায়ী নূর আমিন। তিনি জেলার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের কোরবান গাজীর ছেলে।  মামলা নং-০১। তারিখ-০২-০৪-২০১৮।

মামলার বিবাদী  রঘুনাথ খাঁ জেলার কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুর গ্রামের মদন মোহন খাঁ’র ছেলে।  এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহিত কুমার নাথ।

বাদী নূর আমিন মামলায় উল্লেখ করেছেন, বিবাদী পক্ষ রঘুনাথ খাঁ এবং মোহিত কুমার নাথ ইচ্ছাকৃতভাবে অনৈতিক সুবিধা লাভের আশায় গত ১৬ মার্চ ২০১৮ তারিখে প্রজন্মের ভাবনা পত্রিকায় একটি সংবাদ পরিবেশন করে।

সংবাদটি পরিবেশনে বাদীর ব্যবসায়িক সুনামসহ সামাজিক মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে।  সংবাদে বাদীর সর্ম্পকে যে কথাগুলো লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন এবং কুরুচীপূর্ণ বলে বাদী তার মামলায় উল্লেখ করেছেন। তিনি আরো উল্লেখ করেন, এমন ধরণের সংবাদ তার ব্যক্তি স্বত্তায় চরম আঘাত করেছে। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিবাদী পক্ষ পরিকল্পিতভাবে এমন সংবাদ পরিবেশন করেছে।

মামলায় বিচারকের কাছে প্রার্থনা করেছেন যাতে তিনি তার সম্মান পুনরুদ্ধার ও ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা বিবাদী পক্ষের নিকট পেতে পারেন তার ব্যবস্থা গ্রহণ করতে। এছাড়া, বাদী পক্ষ আদালত কর্তৃক ডিক্রী পাওয়ার পর বিবাদী পক্ষ আপোষ ডিক্রীকৃত টাকা বাদী পক্ষকে না দিলে তদক্ষেত্রে বাদী পক্ষ জারী কেসের মাধ্যমে উক্ত টাকা আদায়ের জন্য বিবাদী পক্ষের বিরুদ্ধে ডিক্রী, অত্র মোকদ্দমায় যাবতীয় খরচা বাবদ বাদী পক্ষ বিবাদী পক্ষের বিরুদ্ধে ডিক্রী এবং অত্র আদালতের ন্যায় বিচাওে বাদী পক্ষ আর যে সমস্ত প্রতিকার পেতে হকদার তা-ও তিনি পাওয়ার জন্য প্রার্থনা করেন। মামলাটির আগামী ধার্য্যদিন ২১ মে বলে জানিয়েছেন বাদী নূর আমিন। বিষয়টি সংশ্লিষ্ট আদালত সূত্র নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রঘুনাথ খাঁ বিগত ওয়ান ইলেভেনের সময় সাতক্ষীরা শহরে এক ইউএনও’র গাড়ী চালকের কাছে চাঁদাবাজি করার সময় যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়।  এই চাঁদাবাজি মামলায় আদালত তাকে চার বছরের কারাদন্ড দেন।  এছাড়া, রঘুনাথ খাঁ’র গর্ভধারিণী মা ঝর্ণা রানী খাঁ বাদী হয়ে তার বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। কালিগঞ্জের একজন ব্যবসায়ীসহ একাধিক ব্যক্তি রঘু’র বিরুদ্ধে সেসময় মামলা করেন। বর্তমানে রঘু’র বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com