বাংলা৭১নিউজ, ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এডিটর’স কাউন্সিল যে উদ্বেগ জানিয়েছে তা অনেকাংশই যৌক্তিক।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এডিটর’স কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি।
এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এডিটর’স কাউন্সিল আইনের ছয়টি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
আইনমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মাদ শহিদুল হক উপস্থিত ছিলেন।
সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন- নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, নিউ এজের সম্পাদক নুরুল কবির, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন।
এ ছাড়া যুগান্তরের সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম, সংবাদের খন্দকার মনিরুজ্জামান, বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ, কালের কণ্ঠের ইমদাদুল হক মিলন এবং নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন বৈঠকে অংশ নেন।
আইনমন্ত্রী বলেন, আজকে ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে আইন এবং আইসিটি মন্ত্রণালয়ের সাথে এডিটর’স কাউন্সিলের পূর্বনির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। আমরা প্রায় দেড় ঘণ্টা আলাপ-আলোচনা করেছি। এডিটর’স কাউন্সিল ডিজিটাল সিকিউরিটি আইনের কিছু ধারা নিয়ে কনসার্ন (উদ্বেগ) জানিয়েছে। তারা এ আইনের ২১, ২৫, ২৮, ৩১, ৩২ ও ৪৩ নিয়ে কনসার্ন জানিয়েছেন।
মন্ত্রী বলেন, এ আইনটি বর্তমানে আইসিটি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে। আগামী ২২ তারিখে এটার একটি সভা অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে আমরা যে সিদ্ধান্তে এসেছি তা হলো, যে আপত্তিগুলো তুলে ধরা হয়েছে সেগুলোর অনেকাংশই যৌক্তিক মনে করায় আগামী ২২ তারিখে যে সভা হবে সেই সভায় এডিটর’স কাউন্সিলকে আলোচনার জন্য যেন আমন্ত্রণ জানানো হয়, সেজন্য একটি প্রস্তাব রাখা হবে। ২২ তারিখের পর একটি নির্ধারিত তারিখে যে ধারাগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে সেগুলো লিখিতভাবে স্থায়ী কমিটিকে দেবেন।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে টেলিভিশন মিডিয়া কতৃপক্ষের সাথে বৈঠকের চিন্তা-ভাবনা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ আইনকে এমন একটা আইন করতে চাই, যা শুধু গ্রহণযোগ্যই নয়, যুগোপযোগী হবে। সেক্ষেত্রে টেলিভিশন মিডিয়া কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য সংসদীয় স্থায়ী কমিটির কাছে প্রস্তাব করব। সেটা তাদের সিদ্ধানের ওপরই নির্ভর করবে, টেলিভিশন মিডিয়াকে ডাকবে কি না।
বাংলা৭১নিউজ/জেএস