বাংলা৭১নিউজ, ঢাকা: উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নং স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ আবহাওয়া অফিসের এক বুলেটিনে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, উপকূলবর্তী এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে উপকুলে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস