বাংলা৭১নিউজ, ঢাকা:‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপির কর্মসূচিতে বাধা এবং সমাবেশ করতে অনুমতি না দেওয়ার প্রতিবাদে রোববার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, ৫ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলে বাধা এবং ৭ জানুয়ারি বিএনপির পূর্বঘোষিত সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে রোববার সারা দেশের জেলায় জেলায় এবং প্রতিটি মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। এ ছাড়া ঢাকা মহানগরের প্রতিটি থানায় থানায় এই কর্মসূচি পালিত হবে।
বাংলা৭১নিউজ/সিএইস