বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের অভিযোগে দিনাজপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক স্টিফেন মুর্মু ও অফিস সহকারী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গ্রেফতার উপ-পরিচালক স্টিফেন মুর্মু (৫৮) রাজশাহী কোর্ট এলাকার মোল্লাপাড়া গ্রামের পাওলুস মুর্মুর ছেলে এবং অফিস সহকারী মোস্তাফিজুর রহমান (৫৩) দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী এলাকার মৃত আকবর হোসেনের ছেলে।
দুদক দিনাজপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, দিনাজপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক স্টিফেন মুর্মু অফিসের দুজন কর্মচারীর যোগসাজশে প্রতারণা ও স্বাক্ষর জালিয়াতি করে হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসের সাবেক ফিল্ড সুপারভাইজার আবুল কাশেমের ৩ লাখ ২৩ হাজার ২৮০ টাকা আত্মসাৎ করেন। এ নিয়ে দুদক ৩ জনকে আসামি করে বুধবার একটি মামলা দায়ের করেছে।
মামলা দায়েরের পর উপ-পরিচালক স্টিফেন মুর্মু ও অফিস সহকারী মোস্তফিজুর রহমানকে বুধবার দুপুরে তাদের নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। মামলার অপর আসামি হাকিমপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী নুরুনাহার পলাতক রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএম