বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সোনারগাঁও হোটেলে বড়দিনের উৎসবে মেতেছে শিশুরা আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে হবে চেতনানাশক খাইয়ে সাতজনকে হত্যা করেন জাহাজের লস্কর: র‌্যাব চিকিৎসকদের আরও বেশি মানবিক হতে হবে: ডা. শফিকুর রহমান কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা কাকরাইল চার্চে দেশ-জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় প্রার্থনা রূপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সভা কোনাবাড়িতে ৩ বাড়ির ৫৭ কক্ষে আগুন সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার: আসিফ মাহমুদ জাহাজে সাত খুন: বাগেরহাট থেকে ইরফান গ্রেফতার মোজাম্বিকে তিন শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট শুভ বড়দিন আজ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা

সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা ২১ অক্টোবর, থাকছে যেসব নির্দেশনা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী (তৃতীয় শ্রেণির স্থায়ী রাজস্ব) পদে লিখিত পরীক্ষার (এমসিকিউ) তারিখ ঘোষণা কর হয়েছে। আগামী ২১ অক্টোবর দেশের ৬৪ জেলায় একসঙ্গেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীদের জন্য বেশকিছু নির্দেশনা প্রকাশ করেছে সমাজসেবা অধিদপ্তর।

চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ চার বছর পর অবশেষে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২১ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীরা নিজ নিজ জেলায় পরীক্ষা দিতে পারবেন।

এর আগে ২০১৯ ও ২০২১ সালে ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে অনিবার্য কারণবশতঃ এ পরীক্ষা স্থগিত করে সমাজসেবা অধিদপ্তর। সমাজকর্মী পদে চাকরির জন্য আবেদন করেছেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন। সে হিসেবে একটি পদের জন্য লড়বেন ১ হাজার ৪৩০ জন চাকরিপ্রার্থী।

লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে প্রার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না।

পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে ওএমআর ফরম দেওয়া হবে। ওএমআর ফরমের নির্দিষ্ট বক্সে বাংলায় দুটি বাক্য ও ইংরেজিতে দুটি বাক্য লিখতে হবে। পরীক্ষা শুরুর পর থেকে ওএমআর ফরম জমা না দেওয়া পর্যন্ত কাউকে বাইরে যেতে দেওয়া হবে না।

jagonews24

পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে। আবেদনপত্রে পরীক্ষার্থীর দেওয়া ছবি হাজিরা শিটে থাকবে। ইনভিজিলেটর এ ছবি দিয়ে পরীক্ষার্থীকে যাচাই করবেন। ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবেদনপত্রে প্রার্থীর দেওয়া স্বাক্ষরের সঙ্গে পরীক্ষার হাজিরা শিট এবং ওএমআর শিটে স্বাক্ষরসহ সব তথ্য মিল থাকতে হবে। পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

প্রশ্নপত্রের সেট কোড ব্যতীত অন্য সেট কোডে পরীক্ষা দিলে উত্তরপত্রটি বাতিল করা হবে। পরীক্ষাকেন্দ্রে কার আসন কোন রুমে, তার তালিকা টানিয়ে দেওয়া হবে। এক পরীক্ষার্থীর জায়গায় অন্য কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিলে তার পরীক্ষা বাতিল হবে।

পরীক্ষাকেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মুঠোফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যোগাযোগযন্ত্র বা এ ধরেনর বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা যাবে না। যদি কোনো পরীক্ষার্থী এসব দ্রব্য সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন, তাহলে তাকে তাৎক্ষণিক বহিষ্কারসহ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com