মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের বাকি আর মাত্র দুই সপ্তাহ। এ অবস্থায় জোরেশোরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে রবিবার (২০ অক্টোবর) কমলা হ্যারিস দু’টি গির্জায় গিয়েছিলেন। আর তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন ফাস্ট ফুড রেস্তোরাঁ চেইন ম্যাকডোনাল্ডসে। এটি মার্কিনদের কাছে একধরনের উপাসনালয়ের মতো। যেখানে তারা নিয়ম করে যায়।
কমলা কলেজে পড়ার সময় ম্যাকডোনাল্ডসে কাজ করেছেন। এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন। যদিও ট্রাম্পের মতে, কমলার এ কথা মিথ্যা। তাই কমলার জন্মদিনে ম্যাকডোনাল্ডসে ট্রাম্পের যাওয়াটা সংবাদমাধ্যমের নজর কেড়েছে। সেখানে তিনি কমলার বিরুদ্ধে আবারও মিথ্যা বলার অভিযোগ তোলেন।
ভোটগ্রহণকে সামনে রেখে মার্কিন এই দুই প্রেসিডেন্ট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতামূলক রাজ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জর্জিয়াতে কমলা হ্যারিস এবং পেনসিলভানিয়াতে ডোনাল্ড ট্রাম্প প্রচারণা চালাচ্ছেন।
চলতি মাসে ফ্লোরিডায় শক্তিশালী হারিকেন হেলেন মোকাবিলায় হ্যারিস তার বীরত্বের কথা তুলে ধরেন। এছাড়াও তিনি ভোটারদের কাছে তারা রাজনৈতিক ভিশন তুলে ধরেন।
জর্জিয়ার স্টোনক্রেস্টে অবস্থিত নিউজ বার্থ মিশনারি ব্যাপিস্ট চার্জে গিয়ে হাজার হাজার মানুষের সামনে বলেন, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, ঘৃনার বীজ বপন করা হচ্ছে এবং আতঙ্ক ছড়িয়ে দেয়া হচ্ছে। সুতরাং নিরাপদ ভবিষ্যদের জন্য আপনাদের চিন্তা করা উচিত।
এদিকে, পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়াতে দিয়ে ডোনাল্ড ট্রাম্প ম্যাকডোনাল্ডের একটি ফাস্টফুডে প্রবেশে করে স্যুট খুলে কালো এবং হলুদ রংয়ের অ্যাপরোন গায়ে জড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাই ভাজি করেন। এ সময় তিনি বলেন, এটি সব সময়ই করতে চেয়েছেন।
এক পর্যায়ে তিনি ফেঞ্চ ফ্রাই গুলো তার সমর্থকদের হাতে তুলে দেন। এ দৃশ্য দেখার জন্য ওই রেস্টুরেন্টের বাইরে হাজার হাজার মানুষ ভীড় করেন।
আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন জরিপ অনুসারে, জাতীয়ভাবে ও গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন কমলা। নির্বাচনের কয়েক সপ্তাহ ভোটারদের সমর্থন পেতে দুই প্রার্থীর হয়ে উচ্চতর পর্যায়ের ব্যক্তি ও ধনকুবেররাও মাঠে নামছেন। যেমন পেনসিলভানিয়ায় ধনকুবের ইলন মাস্ককে বেশ কয়েকবারই ট্রাম্পের হয়ে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।
সূত্র : রয়টার্স
বাংলা৭১নিউজ/এসএম