আগামীকাল শনিবার পদ্মা সেতুর উদ্বোধনী জনসভা। সমগ্র বাংলাদেশ এই জনসভায় যুক্ত হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ শুক্রবার সকালে শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে প্রধানমন্ত্রীর জনসভার সর্বশেষ প্রস্তুতির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
নৌ প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন জায়গা থেকে নৌপথে, সড়কপথে এই জনসভায় লোকজন অংশ নেবে। মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি কর্ম সম্পাদন করেছেন যে সমগ্র পৃথিবীকে তিনি এখানে যুক্ত করে ফেলেছেন। ইউটিউবে প্রায় ৮০ লাখ কনটেন্ট তৈরি করা হয়েছে পদ্মা সেতু নিয়ে। এরকম ভাবে একটি স্থাপনা নিয়ে এতো আলোচনা হয়েছে এরকম কোন আমরা শুনি নাই।
তিনি আরও বলেন, আমরা দারিদ্রতার যাঁতাকলে চলে গিয়েছিলাম, সেই বাংলাদেশকে তুলে এনেছেন বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা। পদ্মাসেতু স্থাপনার মধ্য দিয়ে তিনি বিশ্বের হিমালয়ের চূড়ায় তিনি বাংলাদেশকে তুলে দিয়েছেন। কালকের জনসভাকে জনসভা বলা যাবে না। এটা একটা উদযাপন। যেখানে প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশ নির্মাণের দিক নির্দেশনা দেবেন।
এসময় বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/আরএম