বাংলা৭১নিউজ,ঢাকা: দেশের বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি পদে সংসদ সদস্যদের (এমপি) না রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
একই সঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জন্য গঠিত বিশেষ কমিটি বাতিলের রায়ও বহাল রেখেছেন আপিল বিভাগ।
আজ সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপাক্ষে অ্যাটর্নি জেনারেল মহাবুবে আলম ও রিট আবেদনের পক্ষে অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/সিএইস