টেকসই উন্নয়নের লক্ষ্যে সব উপজেলার পিআইওদের (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) বদলি করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগের সব জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পৃক্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিগত দিনের অপবাদ মুছে প্রান্তিক পর্যায়ে টিআর, কাবিখা ও কাজের বিনিময়ে খাদ্যসহ সব প্রকল্পের সঠিক বরাদ্দ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করা হবে। তাই বিগত দিনের সব উপজেলার পিআইওদের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন প্রকল্পের জন্য এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পগুলো যেন সঠিকভাবে ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারে সেজন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা শোনা হয়েছে। তাদের সমস্যার কথাও শোনা হয়েছে। সে অনুযায়ী সমাধানের চেষ্টা চলছে।
বিভাগীয় কমিশনার রায়হান কাওসারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোশের্দ, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনসহ বিভাগের সব জেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউএন।
বাংলা৭১নিউজ/এসএস