শীতের মৌসুমে বিয়ের হিড়িক পড়েছে ভারতীয় তারকাদের মাঝে। বলিউড থেকে শুরু করে ভারতীয় বাংলা সিনেমার তারকারাও এ দৌড়ে পিছিয়ে নেই। এ তালিকায় রয়েছেন— পরমব্রত চ্যাটার্জি-পিয়া, দর্শনা বণিক-সৌরভ, সায়নী দত্ত, সন্দীপ্তা সেন প্রমুখ।
এদিকে টলিউডের আলোচিত অভিনেত্রী কৌশানী মুখার্জি। ব্যক্তিগত জীবনে বনি সেনগুপ্তর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। বিয়ে নিয়ে এ জুটি বহুবার খবরের শিরোনাম হয়েছেন। কিন্তু বিয়ের পিঁড়িতে বসা হয়নি। কিন্তু সহশিল্পীদের বিয়ে দেখে আফসোসের কথা জানালেন কৌশানী।
কৌশানী মুখার্জি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, বাচ্চাদের মতো নানা খেলায় মেতেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘সবাই বিয়ে করে সন্তান লালন-পালন করছে, আমার শৈশব কাটতেই চাইছে না। মন থেকে এখনো শিশু থাকতে পেরে খুশি।’
কৌশানীর এ পোস্ট দেখে অনেকে হাসাহাসি করছেন। নেটিজেনদের অনেকে তাকে প্রেম-বিয়ের প্রস্তাব দিয়েছেন। যদিও এসব মন্তব্যের উত্তর দিতে দেখা যায়নি কৌশানীকে।
প্রেমের সম্পর্ক নিয়ে কোনো লুকোছাপাও নেই কৌশানী-বনির। সম্পর্ক নিয়ে দুজনেই বেশ খোলামেলা। সোশ্যাল মিডিয়ায় বনি-কৌশানী নিয়মিত নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে থাকেন। এই প্রেমিক যুগলের প্রশংসায় পঞ্চমুখ থাকেন তার ভক্তরাও।
চলতি বছরে বনি-কৌশানী তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন। এর আগে বনি সেনগুপ্ত বলেছিলেন— ‘খুব দেরি করব না, ২০২৪ সালের প্রথমে বিয়েটা সেরে ফেলব।’
বাংলা৭১নিউজ/এসএইচ