সোমবার, ২০ মে ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ডিজিটাল মাধ্যমে বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বৃদ্ধি করা হবে বিকাশ অ্যাপে খোলা যাচ্ছে সেভিংস এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ! ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা ডিএমপি ভারত থেকে রেলের ২০০ বগি কিনছে বাংলাদেশ, চুক্তি সই মেয়রের সামনে কাউন্সিলর রতনকে জুতাপেটা করলেন কাউন্সিলর চামেলী বাজেট অধিবেশন শুরু ৫ জুন দেশের অর্থনীতি শূন্যে, ক্র্যাশল্যান্ডিং হতে পারে বাজার ম‌নিট‌রিং জোরা‌লো করতে প্রধানমন্ত্রীর নি‌র্দেশ রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক মেয়েকে ঘুমে রেখে ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুললেন মা প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড তৈরি করতে বলেছেন বঙ্গবন্ধু শান্তি পুরস্কার দেবে বাংলাদেশ, নীতিমালা অনুমোদন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রেসিডেন্ট রাইসি নিহত, ইরানে পাঁচদিনের শোক ঘোষণা প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সবজি চাষে এলাকায় উদাহরণ সাইফুল

ভোলা প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৮ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম। এলাকায় পরিচিত সাইফুল বিডিআর নামে। একসময় বিডিআরে (বিজিবি) চাকরি করতেন। পেনশনে এসে শুরু করেন নির্মাণসামগ্রীর ব্যবসা। হঠাৎ স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হন। শুরু হয় জীবন-মরণ যুদ্ধ। শেষ হয় তার মূলধন। অনেকটা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যান তিনি। 

সাইফুল জীবনের তাগিদে পরিবর্তন করেন পেশা। পরপর দুইবার উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত হন। এসময় ওই সংস্থার কিছু পতিত জমি ও একটি পুকুর লিজ নিয়ে শুরু করেন উৎপাদন কর্মকাণ্ড। পতিত জমিকে চাষযোগ্য করে তাতে মৌসুম অনুসারে করলা, লাউ, শিম, পেঁপে, আরকি, বরবটি, কুমড়া, রেখা চাষ শুরু করেন। এতে আসে বেশ সফলতা।

সরেজমিনে পরিদর্শনে কথা হয় সাইফুল বিডিআরের সঙ্গে। ঘুরে ঘুরে দেখান তার ১০ শতাংশ জমির রেখার খামার। সুনিপুণভাবে জাল দিয়ে মাচা তৈরি করা হয়। মাচার ওপর আশ্রয় নিচ্ছে গাছগুলো। নিচ দিক দিয়ে ঝুলছে সবজি রেখা। দেখতে খুব সুন্দর। মনে হয় বাতাসে দোল খাচ্ছে। 

এসময় সাইফুল বলেন, উপকরণ খরচ দিন দিন বাড়ছে। এদিকে অসম বাজার ব্যবস্থা আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে তারা যথাযথ মূল্য পাচ্ছেন না। প্রতি কেজি রেখা বাজারে ৪০-৫০ টাকায় বিক্রি হলে উৎপাদনকারীরা কেজি প্রতি ২০ টাকা পাচ্ছেন। এরপর উপজেলা শিল্পকলা একাডেমির পার্শ্বে ধুন্দুল খেতে যাই। মাচার নিচে ধুন্দুল ঝুলছে। শিম ক্ষেত পরিচর্যা করছেন দুজন শ্রমিক।  আগাম শিম বাজারে আনার জন্য এ প্রচেষ্টা। 

খামারি বলেন, প্রতিটি পণ্যের ক্ষেত্রে উৎপাদনকারীর চেয়ে মধ্যস্বত্বভোগী বেশি লাভ করেন। এজন্য অনেকেই চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলেছেন। সবজি চাষ করে ভালো আছি। সুষম বাজার ব্যবস্থা কিংবা উপকরণ সহযোগিতা পেলে আরও লাভবান হওয়া সম্ভব। 

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফিরোজ আলম বলেন, সাইফুল বিডিআর নিয়মিত সবজি চাষ করেন। আগামীতে তার বিষয়টি আমরা খেয়াল রাখবো।

বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা এইচএম শামীম বলেন, একজন চাষি হিসেবে তিনি অবশ্যই সেবা ও পরামর্শ পাবেন। আওতার মধ্যে থাকলে তিনি সুযোগ-সুবিধাও পাবেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com