২০২৩ সালের অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) হিসাব সমাপনী সফলভাবে সম্পন্ন করায় রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে ঈদ পরবর্তী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এসময় চেয়ারম্যান ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে সর্বাধিক গুরুত্বারোপ করেন। এ ছাড়াও তিনি ব্যাংকের এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক রুখসানা হাসিন, এনডিসি, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মো. আলী আক্কাস ও মো. রফিকুল আলম। ডিএমডি তাহমিনা আখতারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ডিএমডি হাসান তানভীর, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মোহাম্মদ শাহেদুর রহমান, শিকদার ফারুক এ আজম, কমল ভট্টাচার্য ও মো. নোমান মিয়া।
এসময় রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ, বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও দক্ষিণের আওতাধীন শাখা ব্যবস্থাপকরা, ভার্চুয়ালি সকল শাখা ব্যবস্থাপক, ১০টি বিভাগীয় কার্যালয়ের জিএম ও ৩৬টি জোনাল অফিসের জোনাল প্রধানরা সংযুক্ত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচবি