বিবিয়ানা গ্যাসক্ষেত্রের গ্যাস সরবরাহের সংকট আজ সন্ধ্যা নাগাদ অনেকটাই কেটে যাবে বলে আশা প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় জরুরি মেরামতের জন্য কোনো কোনো এলাকায় গত দুই দিন গ্যাসের স্বল্পচাপের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অভিজ্ঞ প্রকৌশলীদের নিরলস পরিশ্রমের ফলে ধীরে ধীরে এই সংকট কাটছে।
বিবৃতিতে বলা হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে দৈনিক ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। সমস্যা দেখা দেওয়ায় তা ৮০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে এসেছিল।
বর্তমানে এই গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তা ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে আশা করা যাচ্ছে। সংকটকালে ধৈর্য ধারণের জন্য গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
বাংলা৭১নিউজ/এসএইচ