বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো: কক্সবাজার বায়ুশ শরফ কমপ্লেক্সে বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দীন আদর্শ মাদরাসার আজ ভিত্তি প্রস্তর স্থাপন ও সবক উদ্বোধনকালে পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা কুতুব উদ্দীন (ম.আ) বলেন, সন্ত্রাস ও দূর্নীতিমূক্ত উন্নত সমাজ বর্নিমাণে মাদরাসা শিক্ষার কোন বিকল্প নেই।
এসময় আরো ছিলেন, কক্সবাজার বায়ুতুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, মাুক্তিযোদ্ধা কামাল উদ্দীন, মাওলানা বেলাল উদ্দীন, মাওলানা শফিউল আলম, সাংবাদিক শামসুল হক শারেক ও আলহাজ্ব আলাউদ্দীনসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
বাংলা৭১নিউজ/জেএস