ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। তারা প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান শিক্ষার্থীরা।
বৃহস্পতিবারও (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলায় বিক্ষোভ ও ‘সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন’ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা বলেন, কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং বন্ধ করতে হবে।
ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য সকল ছাত্রসংগঠনের কার্যক্রম বন্ধ করতে হবে। আমাদের সকল দাবি মেনে নিতে হবে। ভিসি ও প্রো ভিসিকে বর্জন করেছি আমরা। আমরা নতুন ভিসি এবং প্রো-ভিসি চাই।
এর আগে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৪০০-৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে খানজাহান আলী থানায় মামলা করা হয়েছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, কুয়েটে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে কুয়েটের সহকারী রেজিস্ট্রার (লিগ্যাল) মো. সাইফুর রহমান একটি মামলা দায়ের করেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ