বাংলা৭১নিউজ, মো. কামাল হোসেন, চাঁপাইননবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে ঘন্টাব্যাপি বাংলাদেশ জাসদ ছাত্রলীগ সরকারি কলেজ শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা ছাত্র লীগের নেতা পাপ্পু ও বগুড়া শহর ছাত্র লীগের নেতা শাশীম হোসেন এর উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় শুরু হওয়া মানববন্ধনে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন, শিবগঞ্জ উপজেলা জাসদ ছাত্র লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. কুল্লুর রহমান, জাসদ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, সদর থানার সভাপতি মো. তসিকুল ইসলাম তনু, পৌর সভাপতি মো. শামীম হোসেন, সদস্য মো. আসিফ ইয়াসিরসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘাতক হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করার জন্য জোর দাবি জানান।
বাংলা৭১নিউজ/জেএস