বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মাদক ব্যবসায়ী, সেবনকারী ও সন্ত্রাসী কর্তৃক ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. নুরুল ইসলাম মিনহাজ এর উপর হামলা ও হত্যার হুমকি এবং অফিস ভাংচুরের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে ক্লাব সুপার মার্কেট ও প্রেসক্লাবের মধ্যবর্তী স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
বাংলাদেশ পৌর কাউন্সিলর এ্যাসোসিয়েশন এর আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া মানববন্ধনে বক্তব্য দেন পৌর মেয়র শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
পৌর কাউন্সিলর এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জিয়াউর রহমান আরমান জিয়া ঢাকা থেকে মুঠোফোনে এ প্রতিবেদক কে জানান, কাউন্সিলর মিনহাজ এর উপর হামলা ও সন্ত্রাসী, বখাটেদের গ্রেফতার করে শাস্তির দাবীতে আজকের এ মানববন্ধন। এর সমাধান না হলে আরো কঠোর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/জেএস