বাংলা৭১নিউজ ডেস্ক: আল্লাহ তাআলার গুণবাচক নামের জিকির-আজকার, তাসবিহ-তাহলিলের মাধ্যমে মানুষ অনেক ফজিলত উপকার লাভ করে। আল্লাহর গুণবাচক নামের জিকিরের সবচেয়ে বড় উপকারিতা হলো জান্নাত লাভ।
হাদিসে পাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।’
দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এ গুণবাচক নামগুলোর জিকির আজকার ও আমলে রয়েছে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা।
আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْوَاحِدُ الْاَحَدُ) ‘আল-ওয়াহেদুল আহাদু’ একটি। এটি ভয়-ভীতিমুক্ত থাকতে এবং সন্তান-সন্তুতি লাভের আমল।
আল্লাহর গুণবাচক নাম (اَلْوَاحِدُ الْاَحَدُ) ‘আল-ওয়াহেদুল আহাদু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-
উচ্চারণ : ‘আল-ওয়াহেদুল আহাদু’
অর্থ : ‘এক ও অদ্বিতীয়’
আল্লাহর গুণবাচক নাম (اَلْمَاجِدُ)-এর আমল
ফজিলত
>> কোনো ব্যক্তি ভয় পেয়ে থাকলে বা কারো অন্তরে ভয়-ভীতি সৃষ্টি হলে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْوَاحِدُ الْاَحَدُ) ‘আল-ওয়াহেদুল আহাদু’-এর জিকির ১০০১ বার পাঠ করলে ওই ব্যক্তির ভয়-ভীতি কেটে যাবে। এ জিকিরের ফলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য লাভে সক্ষম হবে।
>> কোনো ব্যক্তি যদি সন্তান-সন্তুতির আশা করে তবে সে যেন আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْوَاحِدُ الْاَحَدُ) ‘আল-ওয়াহেদুল আহাদু’- লিখে নিজের কাছে রাখে। আল্লাহর ইচ্ছায় তার আশা পূর্ণ হবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালে তাঁর ভয়-ভীতিমুক্ত থাকতে এবং সন্তান-সন্তুতি লাভে তাঁর গুনবাচক নাম (اَلْوَاحِدُ الْاَحَدُ) ‘আল-ওয়াহেদুল আহাদু’-এর জিকির বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।
বাংলা৭১নিউজ/সিএইস