বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন জেলা পরিষদের পরিত্যক্ত ভবন ধস হয়েছে। এতে আহত হয়েছে ওই বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী।
শনিবার বিদ্যালয়ের মধ্যাহ্ন বিরতির বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মোঃ শাহিনুর খান প্রতিবেদক কে নিশ্চিত করেন। সংবাদ পেয়ে প্রথমে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পূরবী গোলদার ঘটনাস্থলে যান।
বিদ্যালয় সুত্রে জানা যায়, আহত দুই শিক্ষার্থী হলেন পঞ্চশ শ্রেনির সাহেদ ফকির ও চতুর্থ শ্রেনির মোঃ উজ্জল মাতুব্বর। আহত শিক্ষার্থীদের কে প্রথমে সীমান্তবর্তী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আহতদের অবস্থার অবনতি থাকায় উন্নত চিকিৎসার জন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত সাহেদ ফকির চরবিষ্ণুপুর ইউনিয়নের লোহারটেক গ্রামের উজ্জল ফকিরের পুত্র ও মোঃ উজ্জল মাতুব্বর একই গ্রামের লালমিয়া মাতুব্বরের পুত্র।
এ ঘটনার সংবাদ পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস এর ২টি ইউনিট দল ও ভাঙ্গা উপজেলার ১টি ইউনিট দল ধ্বসে পড়া ভবনের নিচে আরও শিক্ষার্র্থী চাপা পড়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্যে বেলা ১টা থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস দলের সাথে এলাকার শত শত লোকজন উদ্ধার কাজে অংশ নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে ফায়ার সার্ভিস দলের।
এঘটনায় ফরিদপুর জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া প্রথমে ফরিদপুর মেডিকেল হাসপাতালে আহত দুই শিক্ষার্থীকে দেখতে যান। পরে জেলা প্রশাসক সদরপুরের ধ্বসে পড়া ভবনটি সরেজমিনে পরিদর্শনে আসেন। এ সময় তিনি বলেন আহতরা সুস্থ রয়েছে। অবস্থার উন্নতি না হলে তাদের উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
পরিত্যক্ত ভবনটি সর্ম্পকে জানাযায়, সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়ন লোহারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন জেলা পরিষদের অধীনে ১৯৬৬ সালে নির্মিত হয় ইউনিয়ন কমিউনিটি সেন্টার। তৎকালে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করা হতো ভবনটিতে। বিদ্যালয় সংলগ্ন ছিল। ভবনের কোনো নিরাপত্তা সীমানা দেওয়া ছিলো না। এব্যাপারে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান প্রায় ৮বছর পূর্বে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ইতোমধ্যে ৯৯নং লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটিও ঝুকিপূর্ন অবস্থায় রয়েছে। অত্যান্ত ঝুকির মধ্যে স্কুলের প্রায় ১৮০জন শিক্ষার্থী পড়াশোনা করছেন।
এ ঘটনায় ধসস্থলে যান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল গাজী মোঃ রবিউল ইসলাম,সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর রশীদ,চরবিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ
বাংলা৭১নিউজ/জেএস