শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৯৬ অভিবাসী টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ফিল্ডিয়ে পাঠালেন বাটলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট চালু সাতক্ষীরার মরিচ্চাপ নদীতে ভাঙন, আতঙ্কে ৮০০ পরিবার শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯২তম সভা অনুষ্ঠিত কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টাঙ্গাইলে গ্রেপ্তার টঙ্গীর তুরাগ নদের ওপর ব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ আজ থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা বন্ধ অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাসহ ২৬ দাবি সুজনের শিল্পকলার ডিজির পদত্যাগ নিয়ে যা বললেন উপদেষ্টা ফারুকী চট্টগ্রামের শতাধিক গ্রামে রোজা শুরু ভোট কারচুপির সঙ্গে জড়িত ইউএনওদেরও বিচার দাবি জয়নুল আবদীনের চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা আল-আকসায় হাজারো ফিলিস্তিনির তারাবি আদায় নাব্যতা হারিয়ে ধু-ধু বালুচর আত্রাই নদী ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই রাজনীতিতে জায়গা পাবে না : হাসনাত ফের উত্তপ্ত মণিপুর এবার কর্মবিরতিতে পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা সত্য খবর প্রকাশের অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

সত্য খবর প্রকাশের অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

কক্সবাজার প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

সাংবাদিকদের সত্য খবর প্রকাশের অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তিনি সত্য খবর প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ জানান।

শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এই অনুরোধ জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল শুক্রবার আপনারা একটা সংবাদ দেখেছেন, যেখানে রাজশাহীগামী বাসে ডাকাতির সময় এক নারীকে ধর্ষণ করা হয়নি, তারপরও কিছু মিডিয়া সংবাদ প্রকাশ করেছে। এতে ওই নারী সমাজে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

মাঝে মাঝে আপনাদের কিছু সাংবাদের কারণে সমাজে অস্থিরতা তৈরি হয়। আপনাদের অনুরোধ করছি সত্য খবর প্রকাশ করুন। আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি। আমি একসময় মর্নিং নিউজে ছিলাম।

তিনি বলেন, কক্সবাজারের মূল আকর্ষণ পর্যটক। এটা যেন সবসময়ই ভালো অবস্থানে থাকে এটা দেখাটা সবার দায়িত্ব।

সীমান্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কক্সবাজারে অপহরণটা অনেক বেশি। অপহরণের সঙ্গে কারা জড়িত সেটি আপনারা জানেন। কক্সবাজারে অফিসিয়াললি ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু তাদের সংখ্যা আরও বেশি।

এসব রোহিঙ্গা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে দিতে পারলে আমাদের মঙ্গল। এরা সব সমস্যা তৈরি করছে। এই কারণে কক্সবাজারবাসীর বদনাম হয়। কোনো রোহিঙ্গা একটা অন্যায় করলে বিষয়টি কক্সবাজারবাসীকে চাপিয়ে দেওয়া হয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সম্প্রতি কক্সবাজারের এক স্থানীয় সাংবাদিককে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুলে নিয়ে নির্যাতন করেছেন—এমন অভিযোগে মামলা দায়েরের বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে আনা হয়। ঘটনা জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের ডিআইজিকে ফোন করেন এবং সংশ্লিষ্ট ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com