মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

সত্যের সঙ্গে বাস্তবের দ্বন্দ্ব

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮
  • ৩৯৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: মেগার জনক তিনি। আবার সেই মেগাকে ভেঙে সাত দিন, এক মাস ও ছয় মাসের মধ্যে গল্প শেষ করার কারিগরও তিনি। বাঙালির মধ্যবিত্ত জীবনকে টানা ২৮ বছর ধরে ছোটপর্দার ঘেরাটোপে ঘরোয়া অনাড়ম্বরতায় পেশ করে চলেছেন প্রযোজক অশোক সুরানা।

এবার বঙ্গ বিনোদনের সান্ধ্য মেনুতে তিনি নিয়ে এসেছেন সাহিত্যিক সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস ‘সাতকাহন’কে। নামে সামান্য সংযোজন ঘটিয়েছেন। আকাশ আট চ্যানেলে ‘দীপাবলীর সাতকাহন’ সম্প্রচারিত হচ্ছে সোম থেকে শনি রাত ৮ টায়।

শুধু নামে সংযোজন নয়, কাহিনীতেও সময়োচিত সংস্কার সাধন করছেন স্রষ্টা স্বয়ং। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক অভিজাত হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্যমণি সমরেশবাবুর সহাস্য ব্যাখ্যা,‘সাতকাহন অনেকদিন আগে লিখেছিলাম। তারপর এই একুশ বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এখন দু’জন মেয়ে প্রকাশ্যে সিগারেট খেতে পারে। বিয়ে না করেই অনায়াসে সংসার পাততে পারে। ডিভোর্স এখন অনেক সহজ। তখন এসব ভাবাই যেত না। দীপাবলী বিয়ের রাতেই বিধবা হয়। সেই বৈধব্য সে মানতে চায়নি।

সে পড়াশোনা করেছে জেদে। পরবর্তীকালে চাকরি করেছে। এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে একজন একাকী মেয়ের প্রতিবাদের গল্প। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তাকে সময়োপযোগী করে না তুললে মানাবে না।’ জানালেন, দু পর্বের উপন্যাসটি তিনি লিখেছিলেন তাঁর পিসিমাকে মনে রেখে। যাঁর বিয়ে হয়েছিল এগারো বছর বয়সে। আর বিধবা হয়ে বাপের বাড়ি প্রত্যাবর্তন ঘটেছিল বারো বছর বয়সে। সেই থেকে তিনি টানা তিন প্রজন্মের দেখভাল করেছেন।

কতটা পরিবর্তন? দু’একটি উদাহরণ দিলেন ধারাবাহিকটির পরিচালক সুশান্ত বসু। মূল কাহিনীতে দীপবলীর বিয়ের রাতেই স্বামী মারা গেছিল। আসন্ন ধারাবাহিকে দীপাবলীর স্বামী মারা যায় দু’দিন বাদে। প্রাথমিকভাবে সে শ্বশুরবাড়িতে থেকে যাওয়া মনস্থ করে। কিন্তু দীপবলীর বাবা মেয়েকে নিজের কাছে নিয়ে আসে। ফের স্কুলে ভর্তি হয় সে। কারণ দীপাবলী ছিল নাবালিকা। সুশান্ত বসুই ২০০১ সালে অন্য একটি চ্যানেলে সাতকাহন পরিচালনা করেছিলেন। ‘তখন অনেক কিছুই করা যায়নি। প্রথম পর্বে শেষ করতে হয়েছিল ধারাবাহিকটা,’ কিছুটা আক্ষেপ সুশান্তর গলায়। প্রত্যয়ী পরিচালক যোগ করেন, ‘এবার আজকের মতো করে বলছি গল্পটা। পরিবারের সকলে একসঙ্গে বসে দেখতে পারবেন এই ধারাবাহিক।’

এ প্রসঙ্গে অশোক সুরানা বললেন, ‘এ পর্যন্ত প্রায় পাঁচশোর ওপর সাহিত্য নিয়ে কাজ করেছি। আজ পর্যন্ত কোনও তথ্য নিয়ে বিতর্ক হয়নি। আমরা কোনওদিন মূল সাহিত্যের বাইরে বেরোই না। দীপাবলীর সাতকাহনে যতটুকু বদল হবে সেটা সমরেশবাবুই করছেন। যিনি স্রষ্টা তিনিই যদি কাহিনীকে সময়োপযোগী করে তোলেন, তাতে কারোও কিছু বলার থাকতে পারে না।’ সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল চ্যানেলের ডিরেক্টর ঈশিতা সুরানার মুখেও। তাঁর বক্তব্য,‘এই ধারাবাহিকটি দেখে একজন মহিলাও যদি নিজেকে উদ্বুদ্ধ করতে পারেন, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে।’

দীপাবলীর চরিত্রে অভিনয় করছে কমলা গালর্স স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সৌমী চট্টোপাধ্যায়। উপহার পাওয়া চকোলেট সবাইকে টুকরো করে বিতরণ করতে ব্যস্ত সে। বলল,‘আমি অনেকটা দীপাবলীর মতো। ও নাইনে পড়ে, আমি পড়ি সেভেনে। দীপাবলীও দুরন্ত। আমিও হই হই করতে ভালোবাসি।’ স্কুলের পড়ার ক্ষতি হবে না? উত্তরে বাংলা নিয়ে পড়তে চাওয়া বালিকা বলল, ‘স্কুল থেকে অনুমতি দিয়েছে। তবে পরীক্ষায় বসব এবং ভালো রেজাল্ট করব, কথা দিতে হয়েছে।’

বোধিসত্ত্ব মজুমদার অভিনয় করছেন মাস্টারমশাইয়ের ভূমিকায়। একসময় তিনিই দীপাবলীর বাবা সেজেছিলেন। এবার ওই ভূমিকাতে আছেন রাজর্ষি মুখোপাধ্যায়। শাশুড়ির চরিত্রে আছেন তুলিকা বসু। মাসি হয়েছেন লোপামুদ্রা সিনহা। ‘ঠাকুমা’ আম্রপালী ঘোষ। শীর্ষসঙ্গীত লিখেছেন ও সুর করেছেন দেবজিৎ রায়। গেয়েছেন জয়তী চক্রবর্তী। ধারাবাহিকটির শুরুর দিকের সিংহভাগ শ্যুটিং হয়েছে জলপাইগুড়িতে।

‘তেরো পার্বন’, ‘উড়নচণ্ডী’, ‘কালপুরুষ’, ‘সিংহবাহিনী’র মতো সফল ধারাবাহিকের কাহিনীকার তিনি। সাতকাহনের স্রষ্টার সরস মন্তব্য, ‘সতেরো বছর আগে একবার বিয়ে দিয়েছিলাম। সেই মেয়ে আবার তার সংসার ফিরে পেয়েছে। আশা করি সে এবার সুখে ঘর সংসার করতে পারবে।’

বাংলা৭১নিউজ/সূত্র:বর্তমান/লেখক: প্রিয়ব্রত দত্ত 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com