বাংলা৭১নিউজ,(ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে শিশুকন্যা (১১) কে ধর্ষণের অভিযোগে সতবাবা রেজাউল মোল্ল্যা (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ভিকটিম শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ওই রাতেই ‘নরপশু পিতা’কে গ্রেপ্তার করে।
ভিকটিমের মা জানান, তার মেয়ে উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তারা শহরের কলাহাট এলাকায় ভাড়া বাসায় থাকে। তার স্বামী রেজাউল মাঝে মাঝে তার বাসায় আসত। গত ১২ জুন সকালে বাড়িতে কেউ না থাকার সুবাদে সে আমার মেয়েকে ধর্ষণ করে। সেটা আমি দেখে ফেলি। এর আগেও সে একাধিকবার এ ধরনের কাজ করেছে। বিষয়টি কাউকে জানালে মেয়েকে মেরে ফেলার হুমকিও দেয়। যার কারণে মেয়ে ভয়ে মুখ খুলতে সাহস পায়নি। রেজাউলের দুই বউ। শহরের নিশ্চিন্তপুর এলাকায় আরেক বউ নিয়ে ভাড়া বাসায় থাকে।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেছে। পুলিশ সতবাবা রেজাউলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
বাংলা৭১নিউজ/জেআই