জ্বালানি তেলের পরিমাপে কারচুপি করার অপরাধে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত সততা অ্যান্ড কোং-কে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।
এছাড়া একই এলাকায় অবস্থিত ক্লিন ফুয়েল ফিলিং ষ্টেশন লিমিটেড, রয়েল ফিলিং ষ্টেশন, এস. আর. এন্টারপ্রাইজ এবং সাউদার্ন অটোমোবাইলস লিমিটেডে মোবাইল কোর্ট পরিচালনাকালে তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) রোশনা আক্তার অংশগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ